রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মিয়ানমার জাতীয় দলের কোচের পদত্যাগ

মিয়ানমারের চরমপন্থী বৌদ্ধ ও সামরিক বাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিয়ানমারের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ইরানি কোচ রেজা কুর্দি। চলতি বছরের এপ্রিল মাসে রেজা কুর্দি মিয়ানমারের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেন। রোহিঙ্গাদের হত্যাযজ্ঞের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ইরানের জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি কিয়ামমার হাশেমী তার পদত্যাগের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন। গত দুই সপ্তাহে নিগৃহীত সংখ্যালঘু রোহিঙ্গা স¤প্রদায়ের নারী ও শিশুসহ কমপক্ষে এক হাজার জনকে হত্যা করা হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী ও চরমপন্থী বৌদ্ধদের নির্যাতন থেকে বাঁচতে নতুন করে প্রায় ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে