বাড়তি ছুটি পাবে অধূমপায়ী কর্মীরা

‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ এই বিষয়টি মোটামুটি সবারই জানা। ক্ষতিকর জানার পরও একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষই এই বদভ্যাস ছাড়তে পারেন না। ধূমপায়ীদের বিরুদ্ধে নানা ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিয়েও বেশিরভাগ সময়  ধূমপান বন্ধ করা যায় না।
তবে ধূমপান বন্ধ করতে অধূমপায়ীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে জাপানের একটি প্রতিষ্ঠান। মার্কেটিং ভিত্তিক প্রতিষ্ঠান ‘পাইলা’র মুখপাত্র হিরোতকা মাতসুসিমা বলেন, অধূমপায়ীদের জন্য বছরে অতিরিক্ত ছয় দিন ছুটির সুযোগ রাখা হচ্ছে।
প্রতিষ্ঠানটির মতে, ধূমপায়ীরা ধূমপানের জন্য প্রতিদিন একাধিক বার বিরতি নিয়ে থাকে। কিন্তু অধূমপায়ীরা সাধারণত এটি করেন না। তাই তাদের বিশেষভাবে উত্সাহিত করতে এই ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে।তাদের আশা, এতে করে ধূমপায়ীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব।-এপি