জাপানী পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমারের রোহিঙ্গা গ্রাম পরিদর্শন

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোও কোওনো, রোহিঙ্গা মুসলমানদের দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের প্রস্তুতি প্রত্যক্ষ করতে দেশটির পশ্চিমাঞ্চল সফর করেছেন।

মিঃ কোওনো, ভিন্ন কোন দেশের প্রথম মন্ত্রী হিসেবে আজ মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টারে চড়ে রাখাইন রাজ্যে গিয়ে পৌঁছান।

গতবছর রোহিঙ্গা জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ আরম্ভ হওয়ার পর থেকে লাখ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যায়।

প্রায় ১ হাজার রোহিঙ্গার বসবাস থাকা গ্রামটিতে মিঃ কোওনোর কাছে মিয়ানমারের সরকারী কর্মকর্তারা, সংঘর্ষের সময় পুড়িয়ে দেয়া বাড়িঘরগুলোর পুনর্নির্মাণ প্রচেষ্টার বিষয়ে ব্যাখ্যা করেন।

তিনি, গ্রামবাসীদের কাছে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে শোনেন।

এরপর মিঃ কোওনো, বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকা এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি, রোহিঙ্গা শরনার্থীদের দেশে ফেরার সময় ব্যবহার করতে যাওয়া নদীর উপর স্থাপিত একটি সেতু এবং প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করার একটি সরকারী স্থাপনা পরিদর্শন করেন।

সাংবাদিকদের কাছে মিঃ কোওনো, অধিকাংশ বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে বলে উল্লেখ করেন। তিনি, পরিস্থিতি খুবই মারাত্মক এবং প্রত্যাবর্তনকারী শরণার্থীদের জীবনযাত্রার পুনর্গঠনে সহায়তা করতে অনেক কাজ করতে হবে বলে উল্লেখ করেন।

তিনি, বিভক্ত সমাজগুলোর পুনর্মিলনে সহায়তা করতে জাপান সরকার সম্ভাব্য সবকিছু করবে বলে জানান।