জাপান চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

চীনের রাজধানী বেইজিংএ, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোও কোওনো এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

আজ দুই মন্ত্রী, একসাথে মধ্যাহ্নভোজের পাশাপাশি প্রায় সাড়ে ৩ ঘণ্টা ব্যাপী এক বৈঠকে মিলিত হন।

বৈঠকের প্রারম্ভে মিঃ ওয়াং, চীন এবং জাপানের একযোগে কঠোর পরিশ্রম করে যেতে হবে যাতে করে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের পথ থেকে কোনভাবেই ফিরে আসা যাবে না বলে উল্লেখ করেন।

এর জবাবে মিঃ কোওনো, চলতি বছর উভয় দেশের শীর্ষ নেতাদের পরস্পরের দেশ সফরসহ বিভিন্ন বিনিময় এগিয়ে নেয়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে তাঁর ইচ্ছা ব্যক্ত করেন।

মন্ত্রীরা, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠানের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াংএর জাপান সফরের আয়োজন করতে একমত হন। উল্লেখ্য, চলতি বসন্তে জাপান এই শীর্ষ বৈঠক আয়োজনের ইচ্ছা পোষণ করছে।

পররাষ্ট্রমন্ত্রীদ্বয়, পূর্ব চীন সাগরে চীনের নৌ তৎপরতা জোরদার এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার উপায় নিয়ে মত বিনিময় করেন বলেও ধারণা করা হচ্ছে।

আজ বিকেলে মিঃ কোওনো, চীনের রাষ্ট্রীয় উপদেষ্টা ইয়াং জিয়েচি এবং প্রধানমন্ত্রী লি কেচিয়াংএর সঙ্গেও বৈঠকে মিলিত হন।