ইয়োকোহামায় পরিবেশ বান্ধব স্মার্ট টাউনের উদ্বোধন

জাপানের প্রধান একটি বৈদ্যুতিক সামগ্রী নির্মাণ কোম্পানি প্যানাসোনিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ হ্রাসের লক্ষ্য ধরে নেয়া স্মার্ট টাউন নামে পরিচিত একটি অঞ্চল উদ্বোধন করেছে।

টোকিওর কাছের ইয়োকোহামা শহরে ৩.৮ হেক্টর এলাকার উপর সেই অঞ্চলটি তৈরি করা হয়।

একটি আবাসন কমপ্লেক্স, বিপণি বিতান, একটি ছাত্রাবাস এবং বিশাল আকারের ইন্টারনেট কোম্পানি এপেলের পরিচালিত একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র সেখানে আছে।

সেখানে ব্যবহারের কিছু বিদ্যুৎ সোলার প্যানেল ব্যবহার করে উৎপাদনের পরিকল্পনা আয়োজকরা করছে।

এছাড়া হাইড্রোজেন জ্বালানি ভরার একটি স্টেশনও সেখানে তৈরি করা হয়। কার্বন ডাই অক্সাইড নিঃসরণ না করা ফুয়েল সেল গাড়ির ভাগাভাগি ব্যবহারের একটি সেবা ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।