সিঙ্গাপুরের জন্য জাপান প্রবেশের বিধিনিষেধ শিথিল করা হয়েছে

জাপান সরকার সিঙ্গাপুর থেকে লোকজনের এদেশে আসার ওপর বিধিনিষেধ শিথিল করেছে। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হোল দু দেশের মধ্যে ব্যবসায়ীদের স্বল্পমেয়াদী সফর আবার স্বাভাবিক করে তোলা।

যেসব দেশ ও ভূখণ্ডে করোনাভাইরাস মহামারী অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসে গিয়েছে, সেখান থেকে লোকজনের জাপানে আসার ওপর বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে সরকারি নীতির সাথে সঙ্গতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাপান ইতোমধ্যে তাইওয়ান এবং ভিয়েতনাম সহ ৬টি দেশ থেকে কর্মীরা সমেত, দীর্ঘ মেয়াদী ভিসা যাদের আছে তাদের জন্য জাপানে প্রবেশের বিধিনিষেধ শিথিল করেছে।

সর্বসাম্প্রতিক পদক্ষেপের মধ্যে দিয়ে জাপান এই প্রথম এমন ব্যক্তিদের জন্য জাপান প্রবেশের বিধিনিষেধ শিথিল করলো যারা অল্পদিন এদেশে থাকবেন। এদের মধ্যে ব্যবসায়ীরা অন্তর্ভূক্ত।

আগেভাগে সফরসূচি জানানোর মত কয়েকটি শর্ত পূরণ করলে সিঙ্গাপুর থেকে আসা এই ব্যক্তিদের জাপানে ১৪দিন কোয়ারেন্টিনে থাকার নিয়ম মানতে হবে না।

অর্থনীতিকে ফের চাঙ্গা করে তোলার লক্ষ্যে জাপান সরকার স্বল্প এবং দীর্ঘ, উভয় মেয়াদে আসা লোকজনের জন্য প্রবেশের বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে।