বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা ৩ কোটি ছাড়িয়ে গেছে

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে, সারা বিশ্বে নিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে। তারা এও জানাচ্ছে, মোট মৃতের সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি।

বিশ্ববিদ্যালয়টি তাদের প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত সারা বিশ্বে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ হাজার ৩৭৮-এ। তারা এও জানায়, মোট মৃতের সংখ্যা হচ্ছে ৯ লক্ষ ৪২ হাজার ৯৮৯।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় নতুন করে সংক্রমণের সংখ্যা কমছে। তবে তারা এও জানাচ্ছে, এশিয়া এবং ইউরোপে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

ডব্লিউএইচও আরও জানাচ্ছে, ইন্দোনেশিয়ায় সম্প্রতি দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা মাঝে-মধ্যে সাড়ে ৩ হাজার ছাড়িয়ে যায়।