বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতার মাত্রা নামিয়ে আনা বিবেচনা করছে জাপান

এনএইচকে জানতে পেরেছে যে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাস মহামারীর কারণে সমগ্র বিশ্বের জন্য আরোপিত ভ্রমণ সতর্কতা নিম্নমুখী করে নেয়া বিবেচনা করে দেখছে।

মার্চ মাসে মন্ত্রণালয় সারা বিশ্বের জন্য ১ থেকে ৪ পর্যন্ত মাত্রার সতর্কতা তৃতীয় সর্বোচ্চ দ্বিতীয় পর্যায়ে উন্নীত করে নিয়েছিল এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ জনগণকে দিয়েছিল।

তবে বিশ্বজুড়ে কিছু দেশ ও শহর এখন লকডাউন কড়াকড়ি শিথিল করে নিতে শুরু করেছে। মন্ত্রণালয় এখন মনে করছে যে জাপানি নাগরিকদের নিয়ন্ত্রণের মুখে পড়তে হওয়া কিংবা বিদেশে আটকা পড়ে যাওয়ার সম্ভাবনা এখন সম্ভবত কম।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতর্কতার মাত্রা প্রথম পর্যায়ে নামিয়ে আনা কিংবা পরামর্শ পুরোপুরি তুলে নেয়া বিবেচনা করে দেখছেন।

মন্ত্রণালয় একই সাথে সংক্রামক রোগের সতর্কতাও জারি করে।

লোকজনকে ভ্রমণ বাতিল করে দিতে বলা হওয়া তৃতীয় পর্যায়ের সতর্কতা বেশ কয়েকটি দেশ ও ভূখণ্ডের জন্য জারি করা হয়েছিল।

মন্ত্রণালয় এখন এটা দ্বিতীয় পর্যায়ে নামিয়ে আনার পরিকল্পনা করছে, লোকজনকে যেখানে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়। আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় শুরুর পথ তৈরি করে দেয়ার পরিকল্পনা এর মধ্যে দিয়ে করা হচ্ছে।