জাপানে কোম্পানিগুলোর বাড়ি থেকে কাজ করা কর্মীর সংখ্যা ২০ শতাংশেরও কম

এক নতুন জরিপে দেখা গেছে, জাপানে শুধুমাত্র স্বল্প সংখ্যক লোকজন বাড়ি থেকে কাজ করার নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। এতে দেখা গেছে যে করোনাভাইরাসের বিস্তার রোধে এরকম আহ্বান জানানো সত্ত্বেও ২০ শতাংশেরও কম লোকজন টেলিকমিউটিং বা বাড়িতে থেকে কাজ করছেন।

বেসরকারি “জাপান উৎপাদনশীলতা কেন্দ্র” চলতি মাসের পূর্বভাগে কোম্পানি কর্মীদের নিয়ে একটি জরিপ চালায়। তারা এটি খুঁজে পেতে চেয়েছিল যে বৈশ্বিক মহামারী বাস্তবক্ষেত্রে জাপানের লোকজনের কাজের ধরনে কোন পরিবর্তন ঘটিয়েছে কিনা।

ফলাফলে দেখা যাচ্ছে, ১ হাজার ১শ জন উত্তরদাতার মধ্যে মাত্র ১৮ শতাংশ অক্টোবর মাস পর্যন্ত সপ্তাহে অন্তত একদিন বাড়িতে থেকে কাজ করেছেন।

এই কেন্দ্রের কর্মকর্তারা বলেন, আঞ্চলিক শহর এবং ছোট কোম্পানিগুলোর সম্ভবত টেলিওয়ার্ক অনুমোদনের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি-ব্যবস্থা নেই।

টেলিকমিউটিং এর উৎপাদনশীলতা নিয়ে বাড়িতে থেকে কাজ করা ব্যক্তিদের মধ্যে কমবেশি বিভক্তি রয়েছে। ৫০ শতাংশ বলেছেন, তাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং ৪৯ শতাংশ বলেছেন, হ্রাস পেয়েছে।