জাপানে আজ পবিত্র ঈদুল ফিতর

রোববার জাপানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মোবারক।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারা বিস্ভে মুসলমানরা এদিন তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন।

ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করেছেন।

জাপানের বিভিন্ন মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

দিনটি রোববার থাকায় এবার বেশির ভাগ জাপান প্রবাসীই ঈদের দিনটিতে ছুটি পাচ্ছেন। বিভিন্ন স্থানে সপ্তাহ জুড়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন ঈদ অনুষ্ঠানের।