টোকিওর সাবওয়েতে সারিন হামলার ২৩তম বার্ষিকী

টোকিওর সাবওয়েতে ওম শিনরিকিও গোষ্ঠীর মরণঘাতি সারিন গ্যাস হামলার ২৩তম বার্ষিকী মঙ্গলবার।

১৯৯৫ সালের ২০শে মার্চ এই গোষ্ঠী টোকিওর মধ্যাঞ্চলে ব্যস্ত সময়ে জনাকীর্ণ সাবওয়ে কোচের ভিতরে বিষাক্ত এই নার্ভ গ্যাস ছাড়ে। এতে ১৩ ব্যক্তি নিহত এবং ছয় হাজারের বেশি লোক আহত হন।

হামলার এক লক্ষ্যস্থল কাসুমিগাসেকি স্টেশনে মঙ্গলবার সকালে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। ২৩ বছর আগে হামলা পরিচালনার প্রায় একই সময় সকাল আটটায় স্টেশন কর্মীরা কিছুক্ষণের জন্য নীরবতা পালন করেন। ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য ও অন্য শোকাতুর ব্যক্তিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ঐ গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামলা ও অন্যান্য অপরাধে আনীত ফৌজদারি মামলার বিচার জানুয়ারিতে সম্পন্ন হয়। শোকো আসাহারা ছদ্মনামের নেতা চিযুও মাৎসুমোতোসহ ওম শিনরিকিওর ১৩ সদস্যকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।