• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • কিমের চেয়ে বেশি বিপজ্জনক ট্রাম্প
    উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি বিপদজনক। এমনটা বলেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। এতে ইঙ্গিত মিলছে যে, যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের প্রতি মস্কোর যে দৃষ্টিভঙ্গি ছিল তার পরিবর্তন ঘটেছে। ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পরে রাশিয়ার মিডিয়া ভূয়সী প্রশংসা করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে দু’দেশের মধ্যে দৃশ্যত বিরোধ দেখা দিয়েছে। এ বিষয়ে সাংবাদিক হ্যারিয়েট অ্যাগারহোম লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে বোমা সবচেয়ে বড় বোমা ফেলার পর থেকেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের অবস্থান থেকে সরে যেতে থাকে। অভিযোগ করা হয় জোর করে ক্রিমিয়া দখল করেছে মস্কো। রাশিয়া আরো অভিযোগ করে, তাদের মিত্র বাশার আল আসাদের সেনাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।
    ক্রেমলিনপন্থি সংবাদ পাঠক দমিত্রি কিসলিয়ভ তার সাপ্তাহিক টিভি শো ‘ভেস্তি নেদেলি’তে বলেছেন, বিশ্ব পারমাণবিক যুদ্ধের উষ্ণ শ্বাস অনুভব করছে। দু’জন ব্যক্তির মধ্যকার বিরোধের ফলে যুদ্ধ শুরু হতে পারে। তারা হলেন ডনাল্ড ট্রাম্প ও কিম জং উন। তারা দু’জনেই ভয়ানক। কে বেশি বিপদজনক? এ প্রশ্ন করে তিনিই উত্তর দেন- সবচেয়ে বেশি বিপদজনক হলেন ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতার চেয়ে ট্রাম্প অনেক বেশি আবেগী ও অনিশ্চিত। তিনি আরো বলেন, এই দু’জনের মধ্যেই আন্তর্জাতিক অভিজ্ঞতার সীমাবদ্ধতা রয়েছে। আছে অনিশ্চয়তা। তবে তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। দমিত্রি কিসলিয়ভ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে কম ভীতি রয়েছে কিম জং উনের মধ্যে। কারণ, কিম আলোচনার জন্য প্রস্তুত। তিনি অন্য কোনো দেশে হামলা চালাননি। এমনকি যুক্তরাষ্ট্রের উপক‚লে কোনো নৌ সমরাস্ত্র পাঠাননি। তবে তার এ বক্তব্যের সঙ্গে ক্রেমলিন অর্থাৎ সরকারের বক্তব্যের মিল রয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ। তিনি বলেছেন, কিসলিয়ভের অবস্থার কাঠাকাছি। তবে তা সব সময় নয়। দ্য ইন্ডিপেনডেন্ট।

    টি-২০ অধিনায়ক সাকিব

    Posted by admin on April 23
    Posted in Uncategorized 

    টি-২০ অধিনায়ক সাকিব

    ৩ বছর আগে দুই অধিনায়ক ফর্মুলাকে বেছে নিয়ে তার সুফল পেয়ে এবার তিন অধিনায়ক ফর্মূলা প্রয়োগ করলো বিসিবি। ২০১৪ সালে মুশফিকুর রহিমের হাত থেকে ওয়ানডে এবং টি-২০ অধিনায়কত্ব নিয়ে এই দুই ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে সে দায়িত্বটা তুলে দিয়েছিল বিসিবি মাশরাফির উপর। তিন ফরমেটের ক্রিকেটে তিন অধিনায়ক চায় বিসিবি, সম্প্রতি শ্রীলংকা সফরের মাঝপথে মাশরাফিকে বিসিবি এবং টীম ম্যানেজমেন্ট তা তা জানিয়ে দিলে শুধু অধিনায়ক পদ থেকেই নয়, টি-২০ ক্রিকেটককেও আনুষ্ঠানিকভাবে গুডবাই জানিয়েছেন টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি (২৮ ম্যাচে ১০ জয়)। মাশরাফির পরিবর্তে এই ফরমেটের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিসিবি’র প্রথম পছন্দ যে সাকিব আল হাসান, শ্রীলংকা বসেই মিডিয়াকে তা জানিয়ে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। গতকাল বিসিবি’র পরিচালনা পরিষদের সভায় টি-২০’র নাম্বার ওয়ান অল রাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে মনোনীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। গতকাল সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতিÑ ‘সামনে পাকিস্তান আসতে পারে, এছাড়া খুব শিগগির টি-২০তে আমাদের তেমন কোনো খেলা নেই। তারপরও আজ (গতকাল) বোর্ড সভায় আমরা নতুন টি-২০ অধিনায়ক কে হবে তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। সাকিব যেহেতু সহ-অধিনায়ক ছিল, এমনিতেই ওর নাম চলে এসেছে। তাছাড়া অন্য নামও ছিল। তবে সব দিক বিবেচনা করে সবার চেয়ে এগিয়ে গেছে। ওর পারফরম্যান্স এখন অসাধারণ। অসাধারণ ক্রিকেট খেলছে সে।’
    দ্বিতীয় মেয়াদে পেলেন তিনি এই দায়িত্ব। মাশরাফির ইনজুরিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এর আগেও করেছেন টি-২০তে সাকিব অধিনায়কত্ব। তবে টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্বের প্রথম মেয়াদে তার রেকর্ড মোটেও ভাল নয়। ২০০৯ ও ২০১০ সালে ৪ ম্যাচের ক্যাপ্টেনসিতে সব ক’টি ম্যাচেই বাংলাদেশ হেরে গেছে।