• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতার মাত্রা নামিয়ে আনা বিবেচনা করছে জাপান

    এনএইচকে জানতে পেরেছে যে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাস মহামারীর কারণে সমগ্র বিশ্বের জন্য আরোপিত ভ্রমণ সতর্কতা নিম্নমুখী করে নেয়া বিবেচনা করে দেখছে।

    মার্চ মাসে মন্ত্রণালয় সারা বিশ্বের জন্য ১ থেকে ৪ পর্যন্ত মাত্রার সতর্কতা তৃতীয় সর্বোচ্চ দ্বিতীয় পর্যায়ে উন্নীত করে নিয়েছিল এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ জনগণকে দিয়েছিল।

    তবে বিশ্বজুড়ে কিছু দেশ ও শহর এখন লকডাউন কড়াকড়ি শিথিল করে নিতে শুরু করেছে। মন্ত্রণালয় এখন মনে করছে যে জাপানি নাগরিকদের নিয়ন্ত্রণের মুখে পড়তে হওয়া কিংবা বিদেশে আটকা পড়ে যাওয়ার সম্ভাবনা এখন সম্ভবত কম।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতর্কতার মাত্রা প্রথম পর্যায়ে নামিয়ে আনা কিংবা পরামর্শ পুরোপুরি তুলে নেয়া বিবেচনা করে দেখছেন।

    মন্ত্রণালয় একই সাথে সংক্রামক রোগের সতর্কতাও জারি করে।

    লোকজনকে ভ্রমণ বাতিল করে দিতে বলা হওয়া তৃতীয় পর্যায়ের সতর্কতা বেশ কয়েকটি দেশ ও ভূখণ্ডের জন্য জারি করা হয়েছিল।

    মন্ত্রণালয় এখন এটা দ্বিতীয় পর্যায়ে নামিয়ে আনার পরিকল্পনা করছে, লোকজনকে যেখানে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়। আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় শুরুর পথ তৈরি করে দেয়ার পরিকল্পনা এর মধ্যে দিয়ে করা হচ্ছে।

    জাপানে তাইফুন হাগিবিসের আঘাতের ১ বছর পূর্ণ

    সোমবার জাপানে তাইফুন হাগিবিস আঘাত হানার ১ বছর পূর্ণ হয়েছে। এটি পূর্ব ও উত্তর-পূর্ব জাপান জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি বয়ে আনে যা প্রাণঘাতী বন্যা ও কাদাধ্বসের সৃষ্টি করেছিল। এর ফলে ৯ হাজার ৪শ’রও বেশি মানুষ স্থানান্তরিত হন এবং বর্তমানে তাদের অধিকাংশই অস্থায়ী নিবাসে বাস করছেন।

    ভূমি মন্ত্রণালয় জানাচ্ছে, দেশজুড়ে ১শ ৪২টি স্থানে কেন্দ্রীয়ভাবে বা জেলা প্রশাসনের রক্ষণাবেক্ষণ করা নদীগুলোর তীর বা বাঁধ ধ্বসে যায়। মন্ত্রণালয় আরও জানাচ্ছে যে ৩শ ২৫টি নদী তীর উপচে প্রবাহিত হয় এবং ৯শ ৫২টি স্থানে ভূমিধ্বস এবং অন্যান্য কাদা সংশ্লিষ্ট দুর্যোগ ঘটে।

    সড়ক, দালান এবং অন্যান্য স্থাপনার ক্ষেত্রে অনুমিত হিসাব অনুযায়ী ১ লক্ষ ৮৬ হাজার কোটি ইয়েন বা প্রায় ১ হাজার ৭শ ৬০ কোটি ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি ঘটে। ১৯৬১ সালে তুলনামূলক উপাত্ত সংগৃহীত হবার পর থেকে এটি ছিল কোন একক বৃষ্টি জনিত দুর্যোগ থেকে সৃষ্ট সর্বোচ্চ ক্ষয়ক্ষতি।

    এনএইচকে দেশজুড়ে স্থানীয় সরকারগুলোর সাক্ষাতকার নিয়ে জানতে পারে যে গত বুধবার পর্যন্ত এই দুর্যোগ সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ছিল ১শ ১৩। এর পাশাপাশি আরও দু’জন নিখোঁজ আছেন।

    কাদাধ্বস এবং নদীর পানি উপচে যাওয়ার মত হাগিবিস সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ৯২ জনের মৃত্যু ঘটে। আর অন্যরা প্রাণ হারিয়েছেন এই ঝড় পরবর্তী অপ্রত্যক্ষ প্রভাবে।

    ১১ জেলায় মোট ৯ হাজার ৪শ ১৯ ব্যক্তি এখন প্রিফেব্রিক্যাটেড বা কারখানা থেকে নির্মাণ করে আনা ইউনিট এবং ভাড়া করা এপার্টমেন্টের মত অস্থায়ী নিবাসে বাস করছেন।
    অনেক এলাকায় এখনও নদীর ভাঙ্গা বাঁধ’সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত কাঠামোর পুনরুদ্ধার কাজ অব্যাহত আছে।

     
     

    জাপানে জরিপে দেখা গেছে, শিশুদের জীবনযাত্রা করোনাভাইরাসের কারণে বিঘ্নিত হচ্ছে

    জাপানে এক জরিপে দেখা গেছে যে অনেক শিশুর ঘুমানোর অভ্যাস করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রভাবিত হচ্ছে।

    জাতীয় শিশু স্বাস্থ্য এবং বিকাশ কেন্দ্রের একদল বিশেষজ্ঞ এই মহামারীর প্রভাব পর্যালোচনা করার জন্য ১৭ বছর বয়সী শিশু এবং তাদের পিতামাতাকে লক্ষ্য ধরে অনলাইনে এক জরিপ চালান। সেপ্টেম্বর মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত তারা সাড়ে ৪ হাজারের বেশি উত্তরদাতার সাড়া পান।

    মহামারীর আগের সময় থেকে শিশুদের ঘুমাতে যাওয়ার সময় পরিবর্তিত হয়ে কিনা জিজ্ঞাসা করা হলে তিন বছর থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বয়সের ১৭% শিশু জানায়, তাদের ঘুমাতে যাওয়ার সময় এক ঘণ্টা বিলম্বিত হয় বা অনিয়মিত হয়ে পড়েছে। এই সংখ্যা চতুর্থ শ্রেণী বা এর উপরের ক্লাসের শিশুদের মধ্যে বেড়ে দাঁড়ায় ৩৬ শতাংশে।

    ঘুম কেমন হচ্ছে সে বিষয়ে ৪২% শিশু বলে, সকালে ঘুম থেকে উঠতে তাদের সমস্যা হচ্ছে।

    এই জরিপ চালানো ডা. হানগাই মাইউমি বলেন, স্কুল খুলে যাওয়ায় শিশুদের আবার একটি স্বাভাবিক সময়ে ঘুম থেকে ওঠা শুরু হয়েছে, তবে তাদের ঘুমাতে যাওয়ার সময় একইরকম রয়েছে। তিনি ইঙ্গিত দেন, দৈনন্দিন রুটিনে একটি বিঘ্নতার শিশুদের মধ্যে স্ট্রেসের কারণ হওয়ার প্রবণতা রয়েছে।

     
     

    করোনাভাইরাস বৈশ্বিকভাবে লোকজনের মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করছে- ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানিয়েছে যে, তাদের জরিপ চালানো ৯০ শতাংশেরও বেশি দেশের গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সেবাকে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী বিঘ্নিত বা স্থগিত করেছে।

    ডব্লিউএইচও জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ১৩০টি দেশের উপর এক জরিপ চালায়।

    তারা দেখতে পায় যে, ৯৩% দেশ এই বৈশ্বিক মহামারীর কারণে মানসিক স্বাস্থ্য সেবার উপর প্রভাব পড়ার অভিজ্ঞতা লাভ করেছে।

    ৬৭% দেশ পরামর্শ দেয়া এবং সাইকোথেরাপি’র ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় এবং ৩৫% দেশ জানায় যে জরুরি হস্তক্ষেপও প্রভাবিত হয়েছে।

    ডব্লিউএইচও বলছে, বৈশ্বিক মহামারী মানসিক স্বাস্থ্য সেবার চাহিদাকে বাড়িয়ে দিচ্ছে। সংস্থাটি উল্লেখ করে যে বৈশ্বিক স্বাস্থ্য সংকটের কারণে উদ্ভূত মৃত্যু-শোক ও একাকীত্বের জন্য অ্যালকোহলের ব্যবহার এবং অনিদ্রা বেড়েছে।

    ডব্লিউএইচও’র মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডেভোরা ক্যাসটেল সাংবাদিকদের বলেন, “এটি কোভিড’এর একটি বিস্মৃত দিক” এবং বলেন, চ্যালেঞ্জের একটি অংশ হচ্ছে, মানসিক স্বাস্থ্য সেবা খাতে ঐতিহাসিকভাবেই তেমন তহবিল বরাদ্দ দেয়া হয় না।

    জাপানে সপ্তাহান্তে মৌসুমি ঝড়ের আঘাত হানার সম্ভাবনা

    জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান-হোম চলতি সপ্তাহান্ত জুড়ে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে।

    আবহাওয়া কর্মকর্তারা বলছেন, চান-হোম মঙ্গলবার জাপানের দক্ষিণের জলসীমার উপর দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল এবং ধারণা করা হচ্ছে এটি একটি ঝোড়ো এলাকার উদ্ভব ঘটাতে পারে।

    মঙ্গলবার সকালের পূর্বাভাসে দেখা যাচ্ছে যে, এই মৌসুমী ঝড় হয়তো বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পশ্চিমের কাগোশিমা জেলার কাছাকাছি চলে আসতে পারে।

    এরপর, এটি হয়তো শনিবার থেকে রবিবারের মধ্যে জাপানের পশ্চিম থেকে পূবের দিকে অগ্রসর হতে পারে।

    টিকা প্রস্তুত হওয়ার আগে ২০ লক্ষ মানুষের মৃত্যু হতে পারেঃ ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ইঙ্গিত দিয়েছে যে, টিকা বাজারে আসার আগে করোনাভাইরাসের সংক্রমণে মোট ২০ লক্ষের মত মানুষের মৃত্যু ঘটতে পারে।

    ডব্লিউএইচও’র স্বাস্থ্য বিষয়ক জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান, শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সাথে এই বিষয়ে কথা বলেন।

    রায়ান বর্তমানে মৃত্যুর মোট সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি হওয়ার কথা উল্লেখ করেন।

    তিনি বলেন, আগামী নয় মাসের মধ্যে টিকা পাওয়ার বাস্তবতার দিকে তাকালে ২০ লক্ষ মৃত্যু “শুধু কল্পনীয় নয় বরং দুর্ভাগ্যজনক ও দুঃখজনকভাবে এটি হবার সম্ভাবনাই বেশি।”

    তিনি জোর দিয়ে বলেন যে এই সংখ্যা কমিয়ে আনার জন্য পরীক্ষা, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা, রোগীর যত্ন এবং সামাজিক দূরত্ব পালনের মত সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়ার প্রয়োজন রয়েছে।

    করোনাভাইরাস মোকাবিলা সংশ্লিষ্ট ডব্লিউএইচও’র প্রযুক্তি প্রধান মারিয়া ভান কেরখোভ সতর্ক করে দিয়ে বলেন যে অনেক ইউরোপীয় দেশের স্বাস্থ্য স্থাপনাগুলো এখন মারাত্মক চাপের মুখোমুখি হচ্ছে।

    তিনি বলেন, ডব্লিউএইচও ক্রমবর্ধমান হারে লোকজনের হাসপাতালে ভর্তির পাশাপাশি ঐসব রোগীদের মাধ্যমে হাসপাতাল ও আইসিইউগুলোর শয্যা পূর্ণ হওয়ার গতিতে উদ্বিগ্ন।

    বিদেশীদের জাপানে আগমন শিথিল করা হয়েছে

    জাপান সরকার, আগামী মাসে সারা বিশ্বের দেশগুলো থেকে পর্যটক ছাড়া বিদেশী নাগরিকদের জাপানে আগমনের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    গতকাল প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদেসহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত করোনাভাইরাস মোকাবিলায় গঠিত সরকারের টাস্কফোর্সের বৈঠকে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    বৈঠকে অংশগ্রহণকারীরা, ব্যবসায়ী, চিকিৎসা পেশাজীবী, শিক্ষাবিদ ও ছাত্রসহ মধ্য এবং দীর্ঘমেয়াদী ভিসাধারী বিদেশী নাগরিকদের পর্যায়ক্রমে জাপানে প্রবেশের অনুমতি দেয়ার বিষয়ে একমত হন।

    তবে এসকল বিদেশী নাগরিকদের ক্ষেত্রে তাদের গ্রহণ করা কোম্পানি বা সংস্থার মত স্পনসররা জাপানে প্রবেশের পর ১৪ দিনের সঙ্গনিরোধ নিশ্চিত করলেই কেবল জাপানে প্রবেশের অনুমতি দেয়া হবে।

    আবার, দৈনিক জাপানে প্রবেশের অনুমতি প্রদানের সংখ্যাও সীমিত রাখা হবে।

    ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    করোনা ভাইরাস মহামারির কারণে সাত মাস বন্ধ থাকার পর সৌদি আরব সীমিত পরিসরে ৪ অক্টোবর থেকে ওমরাহ হজ করার অনুমতি দিতে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় দেশটিতে বসবাসকারীরা ওমরাহ করতে পারবেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

    বছরের যে কোনো সময় মুসলিমরা ওমরাহ করতে মক্কা ও মদিনায় যেতে পারেন। গত বছর ১ কোটি ৯০ লাখ মুসলমান ওমরাহ পালন করলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছরের মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি সরকার।

    এসপিএ বলছে, এমনিতেই দৈনিক ২০ হাজার জনের ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও আপাতত এর ৩০ শতাংশ, অর্থাত্ দেশটিতে বসবাসকারীদের মধ্য থেকে দিনে ৬ হাজার জনকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। ১৮ অক্টোবর থেকে তা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হবে। এরপর ১ নভেম্বর থেকে বিভিন্ন দেশের মুসলিমদেরও ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। তখন দৈনিক শতভাগ ধারণক্ষমতার মানুষ ওমরাহ করতে পারবেন। মহামারির কারণে এবার মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও সীমিত আকারে পালিত হয়েছে। প্রতি বছর ৩০ লাখ মানুষ হজ করলেও এবার মাত্র ১০ হাজার স্থানীয় বাসিন্দা হজ করার সুযোগ পেয়েছেন।

    জাপান-দক্ষিণ কোরিয়া সম্পর্ক তিক্ত থাকতে পারে না: সুগা

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে প্রথম টেলিফোন সংলাপে জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে দুই দেশের মধ্যেকার তিক্ত সম্পর্ক উন্নত করে নেয়ায় পদক্ষেপ গ্রহণের অনুরোধ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন’কে করেছেন।

    দক্ষিণ কোরিয়ার অনুরোধে সুগা এবং মুন বৃহস্পতিবার প্রায় ২০ মিনিট ধরে টেলিফোনে কথা বলেন। স্থানীয় সময় সকাল ১১টায় তাদের সেই সংলাপ শুরু হয়।

    আলোচনা চলাকালে সুগা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তাকে অভিনন্দন জানানোর জন্য মুনকে ধন্যবাদ দিয়েছেন। করোনাভাইরাস ও অন্যান্য সমস্যা সমাধানে তার সঙ্গে কাজ করার অনুরোধ মুনকে তিনি করেন।

    সুগা উল্লেখ করেছেন জাপান ও দক্ষিণ কোরিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেছেন দুই দেশের এই অংশীদারিত্ব হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে উত্তর কোরিয়া সমস্যা হচ্ছে উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি কোম্পানিতে কাজ করতে বাধ্য করা হয় বলে দক্ষিণ কোরিয়ার কিছু লোকজনের করা দাবির মত বিষয়াবলি নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক শীতল হয়ে আসে।

    সুগা মুনকে বলেছেন দুই দেশের সম্পর্কে এখন যেমনটা আছে সেরকম থাকতে পারে না। নতুন করোনাভাইরাসের কারণে উভয় দেশের আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা প্রসঙ্গে তারা অদূর ভবিষ্যতে ব্যবসায়ী ও অন্য লোকজনের ভ্রমণ পুনরায় শুরুর আলোচনা তরান্বিত করতে সম্মত হয়েছেন।

    ভ্যাকসিন কাজ করবে এমন কোনো গ্যারান্টি নেই: হু  

    প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আর সেই ভ্যাকসিন নিয়ে এবার নিরাশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।

    মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, যেসব ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেগুলো কাজ করবে এমন গ্যারান্টি নেই। যত বেশি মানুষের উপর টেস্ট করা হবে, তত বেশি নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

    তিনি আরও বলেন, বিশ্বে কমপক্ষে ২০০টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পর্যায়ে গবেষণা চলছে। কোনোটা ক্লিনিক্যাল ও কোনোটা প্রি-ক্লিনিক্যাল টেস্টিং-এর পর্যায়ে রয়েছে। টেড্রোস আধানম গেব্রেয়াসুসের মতে, এই ভ্যাকসিনগুলো মধ্যেই কিছু সফল হবে আবার কিছু ব্যর্থ হবে।

    জাপানের প্রশান্ত মহাসাগর উপকূলের দিকে এগিয়ে আসছে প্রচণ্ড শক্তিশালী মৌসুমি ঝড় ডলফিন

    শক্তিশালী মৌসুমি ঝড় ডলফিন এখন জাপানের দিকে এগিয়ে আসছে এবং বৃহস্পতিবার কিংবা শুক্রবার পূর্ব ও উত্তর জাপানকে এটা প্রভাবিত করতে পারে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে দেশের প্রশান্ত মহাসাগর উপকূলে প্রচণ্ড হাওয়া ও ভারী বর্ষণ আঘাত হানতে পারে।

    আবহাওয়া এজেন্সি বলছে স্থানীয় সময় বুধবার বিকেল ৩টায় ঝড়টি হাচিজোজিমা দ্বীপের ১২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার গতিবেগে সেটা উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছিল।

    কেন্দ্রে ৯৮০ হেক্টোপ্যাসকেল বায়ুচাপ ধারণ করা ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১০৮ কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া বাতাস জড়ো করছিল।

    তোকাই অঞ্চলের প্রশান্ত মহাসাগর উপকূল থেকে তোহোকু অঞ্চল পর্যন্ত এলাকায় শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ প্রত্যাশা করা হচ্ছে।

    আবহাওয়া কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তোকাই অঞ্চল ও ইযু দ্বীপে ২০০ মিলিমিটার পর্যন্ত, কান্তো-কোশিন অঞ্চলে ১৫০ মিলিমিটার এবং তোহোকু অঞ্চলে ৮০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন।

    বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে ২৪ ঘণ্টায় কান্ত-কোশিন অঞ্চলে ২০০ থেকে ৩০০ মিলিমিটার, তোহোকু অঞ্চল ও ইযু দ্বীপে ১০০ থেকে ২০০ মিলিমিটার এবং তোকাই অঞ্চলে ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    এছাড়া তোকাই থেকে তোহোকু অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রচণ্ড বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। উপকূল এলাকায় উত্তাল ঢেউ দেখা দিতে পারে। বৃহস্পতিবার ইযু দ্বীপে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগে, কান্ত অঞ্চলে ঘণ্টায় ৮২ কিলোমিটার গতিবেগে এবং তোহোকু ও তোকাই অঞ্চলে ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিবেগে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে।

    সম্ভাব্য কাদার ধ্বস, বন্যা, বজ্রপাত, টর্নেডো ও শিলাবৃষ্টি নিয়ে সতর্ক থাকার আহ্বান লোকজনের প্রতি জানানো হয়েছে।

    জাপান- যুক্তরাষ্ট্র মৈত্রী জোরদারে সম্মত মার্কিন প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান-যুক্তরাষ্ট্র মৈত্রী আরও শক্তিশালী করতে সম্মত হয়েছেন।

    সেপ্টেম্বেরের ১৬ তারিখ দায়িত্ব গ্রহণের পর রবিবার রাতে তাদের মধ্যে হওয়া প্রথম টেলিফোন সংলাপে সুগা ট্রাম্পের সাথে প্রায় ২৫ মিনিট কথা বলেন।

    ঐ সংলাপের পর সুগা সাংবাদিকদের বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এই ব্যাপারে নিশ্চিত করেছেন যে দু’দেশের মধ্যকার মৈত্রী আরও এগিয়ে নিতে তারা একত্রে কাজ করবেন, যেটিকে তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি হিসেবে বিবেচনা করেন।

    এসময়, উত্তর কোরিয়ার জাপানি নাগরিক অপহরণ সমস্যাটির সমাধানেও যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের আহ্বান ট্রাম্পের কাছে জানান সুগা। এর প্রত্যুত্তরে প্রেসিডেন্ট বলেন, তিনি এই সমস্যা নিয়ে জাপানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

    এছাড়া, কোভিড-১৯ এর চিকিৎসার পাশাপাশি টিকা উন্নয়ন ও বিতরণের ক্ষেত্রেও দুই মিত্র দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়েও সম্মত হন নেতৃদ্বয়।

    তারা একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার জন্যও ঘনিষ্ঠ সহযোগিতা নিশ্চিত করে নেন। তাৎক্ষণিক কোন জরুরি পরিস্থিতিতে দিনরাত ২৪ ঘণ্টা যে কোন সময়ে সুগাকে টেলিফোন করার কথাও বলেন ট্রাম্প।

    প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের সাথেও তিনি টেলিফোনে কথা বলতে চান।

    টোকিওতে আজ করোনাভাইরাসের ৯৮টি নতুন নিশ্চিত সংক্রমণ

    সোমবার টোকিওতে নতুন করোনাভাইরাসের ৯৮টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে টোকিও মেট্রোপলিটন সরকার।

    আজ বিকেল ৩টায় প্রকাশিত এই প্রাথমিক উপাত্তের মাধ্যমে জাপানের রাজধানীতে নিশ্চিত সংক্রমণের মোট সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৩শ ৬’এ।

    সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ থেকে এবারই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যা ১শ’র নিচে নামল।

    জাপানে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের পিসিআর পরীক্ষায় ভর্তুকি

    জাপান সরকার, বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং আগে থেকে বিভিন্ন রোগাক্রান্ত লোকজনের করোনাভাইরাস পরীক্ষা আরও সহজলভ্য করতে ভর্তুকি প্রদান করবে।

    স্থানীয় সরকারগুলো উপরোক্ত দুটি শ্রেণীভূক্ত লোকজনের পিসিআর বা অ্যান্টিজেন পরীক্ষা পরিচালনা করলে, সংশ্লিষ্ট ব্যয়ের অর্ধেক পর্যন্ত প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    ৬৫ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তির পাশাপাশি ফুসফুস, কিডনি এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত লোকজন এই ভর্তুকির আওতাভূক্ত হবেন। উল্লেখ্য, সংক্রমিত হলে উক্ত লোকজন মারাত্মক অসুস্থ হয়ে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

    এই সিদ্ধান্তের মাধ্যমে পরীক্ষার জন্য সরকারি অর্থের ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, এযাবৎ এর ব্যাপ্তি সংক্রমিতদের ঘনিষ্ঠ সংস্পর্শে যাওয়া লোকজন এবং গুচ্ছ সংক্রমণ নিশ্চিত হওয়া বৃদ্ধাশ্রমের লোকজনের করোনাভাইরাসের পরীক্ষার ব্যয় নির্বাহের মধ্যেই সীমিত ছিল।

    মন্ত্রণালয়, অতিরিক্ত এই ভর্তুকি প্রদানের জন্য করোনাভাইরাসের একটি সংরক্ষিত তহবিল থেকে প্রায় ৪ কোটি ৮০ লাখ ডলার নেয়ার পরিকল্পনা করছে। এর মাধ্যমে, পিসিআর পরীক্ষার জন্য ৯৫ ডলার এবং অ্যান্টিজেন পরীক্ষার জন্য ৩৫ ডলার পর্যন্ত ব্যয় নির্বাহ করা হবে।

    কর্মকর্তারা, স্থানীয় সরকারগুলোর পরিচালিত এই বিস্তৃত পরীক্ষা মারাত্মক লক্ষণ থাকা রোগীর সংখ্যা এবং হাসপাতালগুলোর উপর চাপ কমিয়ে আনতে সহায়ক হবে বলে আশাবাদ পোষণ করছেন।

    টোকিওতে করোনাভাইরাসে ১৬২টি নতুন সংক্রমণের ঘটনা

    টোকিও মহানগর সরকার, আজ টোকিওতে করোনাভাইরাসে নতুন ১৬২টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।

    আজ বিকেল ৩টায় প্রকাশিত প্রাথমিক সংখ্যা অনুযায়ী, রাজধানীতে নিশ্চিত সংক্রমণের মোট সংখ্যা ২৪ হাজার ২০৮টিতে পৌঁছেছে।

    উল্লেখ্য, টোকিওতে গত তিনদিনের মধ্যে প্রথমবারের মত সংক্রমণের সংখ্যা ২শর নীচে এবং পরপর ষষ্ঠ দিনের মত ১শ ছাড়িয়ে গেছে।