• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বাংলাদেশের ঐতিহাসিক জয়
    ক্রিকেট বিশ্বের স্বীকৃত শক্তি নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করলো বাংলাদেশ। গতকাল ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মাশরাফি বাহিনী ৫ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে উঠে আসলো। শ্রীলঙ্কাকে পেছনে ফেললো টাইগাররা। এই জয়ে বাংলাদেশ ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ অর্জন করলো। কিউইদের ছুড়ে দেয়া ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
    এ ম্যাচকে ঘিরে টাইগারদের অনেক স্বপ্ন ছিলো। জয় পেলে অন্তত তিনটি বড় অর্জনতো হবেই। নিউজিল্যান্ডই একমাত্র দেশ বাকি ছিল, যাদেরকে বিদেশের মাটিতে পরাজয়ের স্বাদ দিতে পারেনি টাইগাররা। সেই স্বাদ পূর্ণ করা সহ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ষষ্ঠস্থানে উঠে আসা এবং সবচেয়ে বড় পাওয়া, ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করা। অবশেষে সব অর্জনই হলো মাশরাফিদের।
    কাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিকে জয়ের নায়ক ছিলেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। দু’জনের ১৩৬ রানের জুটি বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেয়। মাঝের চার উইকেট পড়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে টেনে নিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লা রিয়াদ। তাদের ৭২ রানের জুটিই বাংলাদেশকে এনে দেয় বহুল কাঙ্খিত জয়টি। খেলায় ম্যাচ সেরার পুরষ্কার পান মুশফিকুর রহিম।

    বিশ্ব চ্যাম্পিয়নকে হারাল কৃত্রিম বুদ্ধিমত্তা

    গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপমিন্ড আলফাগো হারিয়ে দিয়েছে শীর্ষস্থানধারী গো খেলোয়াড় কে জিইকে। তিন ধাপের ম্যাচের প্রথম দুটি জয় করে আলফাগো বিজয় নিশ্চিত করে।
    ডিপমিন্ডের প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস বলেন, কে জিই একদম ‘নিখুঁত’ ভাবেই খেলেছে এবং আলফাগো কে তার ‘সর্বোচ্চ সীমা পর্যন্তই ধাক্কা দিয়েছে’।
    পরাজয়ের পর কে জিই সাংবাদিকদের বলেন, হারার কারণে একটু খারাপ লাগছে। আমার ধারনা ছিল যে আমি ভালোই খেলছিলাম তাই একটু অনুশোচনা হচ্ছে এখন।
    গো খেলায়, ১৯ বাই ১৯ ঘরের একটি বোর্ডের মধ্যে পাথর বসাতে হয়। যে সবচেয়ে বেশি এলাকায় পাথর বসাতে পারবে সেই এই ম্যাচ জিতে যাবে। এই খেলাটি অন্যতম জটিল খেলা হিসেবে সারা বিশ্বে সমাদৃত। দাবার খেলার চেয়েও বেশি চ্যালেঞ্জিং কম্পিউটারের জন্য।
    পুরনো অঙ্ক অধ্যয়ন আর নিজে নিজেই হাজারবার এই খেলায় অংশ নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছিল আলফাগো ।
    কোম্পানিটি বলছে, এই খেলার আসল উদ্দেশ্য হল বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধির প্রয়োগ ঘটানো। তবে কোম্পানির বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক নোয়েল শার্কে বলেন, সাধারণ বুদ্ধিমত্তা তৈরি কর এটা এখনো অনেক দূরের পথ। বিবিসি।