• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • রেকর্ড সংখ্যক পদক নিয়ে জাপানি খেলোয়াড়দের প্রত্যাবর্তন

    জাপানি অলিম্পিক দল সোমবার পিয়ংচাং থেকে দেশে ফিরেছে। জাপানি খেলোয়াড়রা মোট ১৩টি পদক জিতেছেন। শীতকালীন গেমস থেকে কোন জাপানি দলের এটাই সর্বোচ্চ অর্জন।

    খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিবাদন জানাতে একদল সমর্থক টোকিও’র পূর্বে নারিতায় সমবেত হন।

    স্পিড স্কেটার নাও কোদারিয়া এবং ফিগার স্কেটার ইয়ুযুরু হানিয়ুসহ দলের সদস্যরা পদক পরে লোবিতে পৌঁছালে ভক্তরা উল্লাসে করতালি দেন।

    দলনেতা ইয়াসুও সাইতো, কোদারিয়া, হানিয়ু এবং অন্যান্য পদক জয়ীকে গ্রুপের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করা হয়।

    জাপানের ওকিনাওয়ায় এয়ারএশিয়ার বিমানের জরুরি অবতরণ

    জাপানের ওকিনাওয়ার নাহা বিমানবন্দরে সোমবার মালয়েশিয়ান এয়ার এশিয়ার একটি এক্স বিমান জরুরি অবতরণ করেছে। ইঞ্জিন বিকলের কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
    পরিবহণ মন্ত্রণালয় একথা জানিয়ে বলেছে, কুয়ালালামপুরগামী বিমানটিতে ৩৭৯ আরোহী ছিল। এই ঘটনায় কেউ আহত হয়নি। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
    পরিবহণ মন্ত্রণালয়ের স্থানীয় কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া ২টার দিকে বিমানটির ডানপাশের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় চালক তা বন্ধ করে জরুরি অবতরণ করে।
    মন্ত্রণালয় আরো জানায়, বিমানটি স্থানীয় সময় রাত ৩টার দিকে নাহা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি টোকিওর হানেদা বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছিল।