• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে বরফচূড়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ জাপানি যুগল

    জাপানের তুষারাচ্ছাদিত কেন্দ্রীয় আল্পস পার্বত্য অঞ্চলের শূন্য ডিগ্রীর নিচের তাপমাত্রায় দুই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দু:সাহস দেখিয়েছেন।

    মধ্য জাপানের নাগানো জেলার সেমজোজিকি কার্ল নামক বাটি আকৃতির ২ হাজার ৬ শ ১২ মিটার উচ্চতার একটি এলাকায় খোলা আকাশের নিচে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

    পার্বত্য ঐ এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রচারের উদ্দেশ্যে বছরের সবচেয়ে শীতল সময়ে বার্ষিকভাবে এই আয়োজন করা হয়ে থাকে।

    ঝুলন্ত ট্রামের মাধ্যমে সংশ্লিস্ট লোকজন সেনজোজিকি কার্ল এ পৌঁছেন। ঐ এলাকায় পা রাখার পর তারা আলপহর্ন নামক একটি বাদ্যযন্ত্র বাজান।

    দম্পতিগণ বরফের তৈরি একটি বেদির সম্মুখে বিবাহের রীতি অনুযায়ী পরস্পরের প্রতি নতজানু হন এবং আংটি বিনিময় করেন।

    সেসময় আবহাওয়া ছিল চমৎকার কিন্তু তাপমাত্রা ছিল মাইনাস ১০.৫ ডিগ্রী সেলসিয়াস।

    বয়স বিশের কোঠায় থাকা এরকম এক দম্পতি বলেন, প্রচণ্ড ঠাণ্ডা হলেও তারা বেশ খুশি। তারা বলেন, অনুরাগের স্মৃতি হয়ে থাকা এরকম চমৎকার প্রাকৃতিক ভূ-আবহে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারাটাকে তারা মূল্যায়ন করতে সমর্থ হয়েছেন।

    কুকুর পেল বেকার ভাতা

    Posted by admin on February 5
    Posted in Uncategorized 

    কুকুর পেল বেকার ভাতা

    চাকরি না থাকলেও বেকার ভাতা ইস্যু করার নিয়ম চালু রয়েছে উন্নত অনেক দেশে। কিন্তু যুক্তরাষ্ট্রের মিশিগানে রাইডার নামের একটি কুকুরের নামে ইস্যু করা হয়েছে সপ্তাহে ৩৬০ ডলারের বেকার ভাতা! রাইডারের মালিক মিশেল হ্যাডক একজন আইনজীবী। নিজের কুকুরের নামে একটি ইনস্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে বেকার ভাতার চিঠি তার হাতে পৌঁছালে বেশ অবাক হন তিনি। রাইডার নাকি একটি রেস্তোয়ায় কাজ করত। এখন বেকার হয়ে পড়েছে! হ্যাডক বলেছেন, রাইডার কখনো কোনো রেস্তোরাঁয় কাজ করেছিল বলে তার মনে পড়ে না। একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, আমার কুকুর রাইডার সপ্তাহে ৩৬০ ডলার বেকার ভাতা পেতে চলেছে। জানি না এতো টাকা দিয়ে সে কী করবে!

    তবে কোনো ভুলের কারণে এটা হয়ে থাকতে পারে ভেবে হ্যাডক চিঠিটা মিশিগান কর্তৃপক্ষের কাছে জমা দেন। কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে আসল কাহিনী। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অধিদপ্তরের ডাটাবেজ থেকে প্রায় এক কোটি ৭৬ লাখ মার্কিন নাগরিকের তথ্য চুরি হয়। এরপর থেকে এসব তথ্য ব্যবহার করে চোরেরা বিভিন্ন উপায়ে সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা হাতিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে। রাইডারের নামে ইস্যু করা বেকার ভাতাটি এমনই এক প্রতারণার অংশ। বেকার ভাতার জন্য যে আবেনপত্রটি জমা পড়েছিল তা ‘মিশেল রাইডারে’র নামে। রাইডারের মালিকের নামের প্রথম অংশ ‘মিশেল’ ব্যবহার করে রাইডারের নামে ভুয়া পরিচয়ে বেকার ভাতার আবেদন করেছিল প্রতারকচক্র। -এনডিটিভি