• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : খালেদা জিয়া

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না। যারা সামান্য স্থানীয় সরকার নির্বাচনেই ভোট চুরি করে জিততে চায় তাদের অধীনে জাতীয় নির্বাচনের মতো বৃহৎ দায়িত্ব কোনওভাবেই নিরপেক্ষ হতে পারে না। নির্বাচনে ইভিএম বাতিল ও সেনা মোতায়েন করতে হবে।
    রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এরা ক্ষমতায় থেকে জনগণকে যেমন ভয় পাচ্ছে, তেমনি বিভিন্ন দল বিশেষ করে বিএনপিকে ভয় পায়। যার কারণে আজকের সমাবেশে আসা নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে।
    তিনি বলেন, এরা যে এত ছোট মনের, আজকে তারা দ্বিতীয় দিনের মতো প্রমাণ করে দিয়েছে। এত ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না। এরা মানুষকে ভয় পায়। এজন্য ৭ নভেম্বর আমাদের জনসভা করতে দেয়নি। আজকে অনুমতি দিয়েছে। কিন্তু জনগণ যেন আসতে না পারে, সেই ব্যবস্থা করেছে। গণপরিবহন বন্ধ করে দিয়েছে। বাইরের জেলার মানুষ যেন না আসতে পারে। রাজধানীর হোটেলগুলোতে অভিযান চালিয়েছে। অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
    তিনি আরও বলেন, এমনকি আমিও যেন সমাবেশে আসতে না পারি সেই ব্যবস্থাও করেছে। আমি বাসা থেকে বের হয়ে দেখি রাস্তায় খালি বাস রেখে দিয়েছে। খালেদা জিয়া বলেন, বহুদলীয় গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই, দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের বাইরে সরকারের ‘এজেন্সির লোক’ দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‌‘প্রতিনিয়ত প্রতি প‌দে প‌দে দুর্নী‌তি। দুদুক প‌ড়ে আছে বিএন‌পির পেছ‌নে। অথচ যারা দুর্নী‌তি কর‌ছে তা‌দের দি‌কে চোখ প‌ড়ে না দুদকের। বাংলা‌দেশ ব্যাংক থে‌কে ৮০০ কো‌টি টাকা কারসা‌জি ক‌রে কারা বিদেশে পাচার করেছে দেশবাসী তা জানে। তবু দুদক চুপ হয়ে আছে।’

    সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ যত‌দিন ক্ষমতায় থাক‌বে তত‌দিন দেশে গুম খুন হত্যা চলতেই থাকবে। আমরা রাজনী‌তি‌তে গুনগত প‌রিবর্তন চাই, ঐক্যের রাজনী‌তি কর‌তে চাই।’ এসময় চলমান রো‌হিঙ্গা সমস্যাকে ভোটার‌বিহীন সরকার নয় দেশের জাতীয় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। আর এই জাতীয় সমস্যা মোকাবিলায় ভোটারবিহীন এই অবৈধ সরকার চুপ থাকলেও জনগণকে সঙ্গে নিয়ে সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি জোর আহ্বান জানান খালেদা জিয়া।
    বিকাল সোয়া ৩টার দিকে সমাবেশস্থলে আসেন খালেদা জিয়া। দীর্ঘ ১৯ মাস পরে রাজধানীর কোনো সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুর ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। ওলামা দলের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক কোরআন তেলাওয়াত করেন।

    জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

    জাপানের পার্বত্য এলাকায় বুধবার বেসরকারি একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। জাপানের রাজধানী টোকিও থেকে ১৫০ কিলোমিটার দুরের একটি গ্রামের ব্রিজের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
    পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, হেলিকপ্টারের চারজন আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকে তাদের মৃত অবস্থায় পাওয়া গেছে।
    এএস-৩৩২ এল সুপার পুমা হেলিকপ্টারটি পরিচালনা করে টোহো এয়ার সার্ভিস। কোম্পানিটি জানায়, দুর্ঘটনার সময় তাদের চারজন পুরুষ স্টাফ হেলিকপ্টারটিতে ছিলেন।

    বাংলাদেশ প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

    প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার সকালে সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছালে তা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
    এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০ টায় সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে তিনি পদত্যাগ করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গিয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে সরকারি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
    অসুস্থতার কারণ দেখিয়ে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ঢাকা ত্যাগের পূর্বে এক খোলা চিঠিতে বিচারপতি সিনহা দাবী করেন তিনি অসুস্থ নন। ছুটি শেষে তিনি দেশে ফিরে আসবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।
    বেশ কিছুদিন সস্ত্রীক অস্ট্রেলিয়ায় তার বড় কন্যার বাসায় অবস্থানের পর গত সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতালে তিনি চারদিন চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু এক অজানা কারণে তিনি দেশে না ফিরে কানাডায় উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগ করেন। কানাডায় যাওয়ার পূর্বে তিনি পদত্যাগপত্রে সই করেন বলে পারিবারিক সূত্র জানায়।
    উচ্চ আদালতের বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে গত জুলাই মাসে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাতিলের পূর্ণাঙ্গ রায়ে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, নির্বাচন কমিশন, সংসদ ও বিচারব্যবস্থা নিয়ে নানা পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি এস কে সিনহা। রায়ের ওই পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির সমালোচনায় সরব হন সরকার দলীয় মন্ত্রী-নেতারা। এমনকি এসব পর্যবেক্ষণ স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যাহারের জন্য প্রধান বিচারপতির প্রতি দাবি জানানো হয়। রায় নিয়ে এই টানাপড়েনের মধ্যেই ১৩ অক্টোবর এক মাসের ছুটিতে যান তিনি। ছুটিতে থাকা অবস্থায় বিদেশে বসে তিনি পদত্যাগ করলেন।
    তার অনুপস্থিতিতে গত এক মাস ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারক বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

    জাপানে জেলহত্যা দিবস পালন

    জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত দিন জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার (৬ নভেম্বর) টোকিওর কিতা কু-র তাকিনাগাওয়া বুনকা সেন্টারে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের জাপান শাখা এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

    এক মিনিটের নীরবতা পালন ও মোনাজাতের মাধ্যমে জেলহত্যা দিবসের অনুষ্ঠান শুরু হয়। মোনাজাতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
    আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন নাজমুল হোসেন, আবদুল কুদ্দুস, শাহ আলম, মাহবুব হাসান, চৌধুরী সাইফুর রহমান, রায়হান কবির ভূঁইয়া, টি এম ফারুক, মাসুদ আলম, মোল্লা ওয়াহিদ, রায়হান হোসেন, কাজী মাসুদ, আবু রায়হান ও ডা. মো. খলিলুর রহমান প্রমুখ। আমন্ত্রিত হিসেবে প্রবাসী সাংবাদিক ইমদাদুল হক, রাহমান মনি, কাজী ইনসানুল হকসহ অনেক প্রবাসী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্যও দেন।

    আলোচকেরামঞ্চে ছিলেন সংগঠনের সভাপতি ছালেহ মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরা ও সহসভাপতি হারুনুর রশিদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান।
    বক্তারা বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত দিন। এদিন জেলের নিরাপদ আশ্রয়ে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে।
    দলীয় নেতারা জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এখনকার হাইব্রিড আওয়ামী লীগারদের ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে বলেন। তাঁরা বলেন, ক্ষমতার সুযোগ নিতে দেশে ও জাপানসহ বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে নতুন আওয়ামী লীগার সৃষ্টি হয়েছে। এরা প্রবাস ছেড়ে এখন ঢাকায় হালুয়া রুটির ধান্দায় ব্যস্ত।

    উপস্থিতির একাংশতাঁরা আরও বলেন, দেশকে মর্যাদাবান একটি পরিচয়ে পরিচিত করতে দেশে ও প্রবাসেও আমাদের ভালো ভূমিকা রাখতে হবে। খবর বিজ্ঞপ্তির।

    জাপান উ. কোরিয়ার ৩৫ গ্রুপ ও ব্যক্তির সম্পদ জব্দ করবে

    জাপান নতুন করে আরোপ করা অবরোধের অংশ হিসেবে উত্তর কোরিয়ার ৩৫ গ্রুপ ও ব্যক্তির সম্পদ জব্দ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সোমবার একথা বলেন।
    তিনি বলেন, ‘অপহরণ এবং পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট নিরসনে নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞার অংশ হিসেবে আমরা কাল উত্তর কোরিয়ার ৩৫ সংগঠন ও ব্যক্তির সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেব।’ এএফপি।

    মসজিদে গুলি ছোঁড়া’ মার্কিন সেনার জীবন পাল্টে দিল ইসলাম

    মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাটে নিজের বাড়ির কাছের মসজিদে গুলি ছুঁড়েছিলেন সাবেক মার্কিন সেনা টেড হ্যাকি। প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি ২০১৫ সালে এই কাজ করেছিলেন। এরপরই পাল্টে যায় তার জীবন।
    সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এই মার্কিনী সেনার জীবনের গল্প তুলে ধরা হয়েছে। ভিডিও ফুটেছে দেখা যায়, কানেকটিকাট মসজিদের ভেতরে তার মুসলিম প্রতিবেশীদের পাশে টেড হেকি হাঁটু পেতে প্রার্থনায় মগ্ন।
    কিন্তু এর মাত্র কয়েক দিন আগে, প্যারিসে সন্ত্রাসী হামলার রাতে, ৪৮ বছর বয়সী হেকি স্থানীয় বারে ড্রিংক করে। সকালে তিনি বাড়িতে গিয়ে রাইফেল লোড করেন। তার বাগানে গিয়ে মসজিদের পাশে কয়েক রাইন্ড রাউন্ড গুলি ছুড়েন।
    প্রতিবেশী হেকি’র হামলার পাঁচ মাস পর, কুরেশি তাকে মসজিদে আয়োজিত ‘সঠিক ইসলাম ও উগ্রবাদ’ শীর্ষক সেমিনারে আমন্ত্রণ জানায়। হেকি এসে হাজির হলে মুসলিমরা স্বাগত জানালেন। হামলার কথা স্মরণ করে সে অনুতপ্ত হয়, অনুশোচনা জন্ম নেয় হ্যাকির অন্তরে। দুই পক্ষের আন্তরিকতা ছিল বিস্মিত হওয়ার মত।
    সকল ধর্মের মানুষ এই সেমিনারে উপস্থিত ছিলেন। সেখানে প্রকৃত ইসলাম ও উগ্রবাদ সম্পর্কে আলোচনা হয়। সে তার ভুল বুঝতে পারে এবং সবার কাছে ক্ষমা চায়। সবাই তাকে আন্তরিকভাবে ক্ষমা করে দেয়।
    হেকি বলেন, আমি আসলে ইসলাম সম্পর্কে এতদিন ভুল ধারণার ওপর ছিলাম। ইসলাম কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। পরবর্তীতে ছয় মাসের কারাদণ্ড হয় তার। এরপরই পাল্টে গেল জীবন। ভিডিও বিবিসি।

    উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারবে জাপান: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা সামরিক সরঞ্জাম ব্যবহার করে জাপান উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান সফর গিয়ে সোমবার দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
    সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘অ্যাবে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি কিনতে যাচ্ছেন।’ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘যখন অ্যাবে অস্ত্রগুলো কেনা শেষ করবেন, তখন সেগুলোকে (ক্ষেপণাস্ত্রকে) গুলি করে ভূপাতিত করতে পারবেন।’ ট্রাম্পের মতে এর মধ্য দিয়ে মার্কিনিদের ব্যবসা এবং জাপানের নিরাপত্তা দুটো কাজই হবে। এর আগে সেপ্টেম্বরে ট্রাম্প এক টুইটে বলেছিলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে উচ্চ পর্যায়ের মার্কিন সামরিক সরঞ্জামাদি বিক্রির বিষয়টি তিনি অনুমোদন করবেন।
    অপরদিকে অ্যাবে বলেন, উত্তর কোরীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাপানকে ‘গুণগত ও পরিমাণগতভাবে’ দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে। জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইনি সহযোগিতার ওপর ভিত্তি করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার প্রতি জোর দিয়েছেন অ্যাবে। তিনি বলেন, ‘প্রয়োজন হলে অবশ্যই আমরা তা করতে পারব।’
     ট্রাম্পের সফরের সময় দুই দেশের মধ্যে কোনও সামরিক চুক্তি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে দুই দেশের মধ্যেই আগে থেকেই সামরিক সম্পর্ক রয়েছে। জাপানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সেনাঘাঁটি রয়েছে। ট্রাম্পের জাপান সফরে দুই দেশই উত্তর কোরিয়ার বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর অঙ্গীকার করলো। সাম্প্রতিক মাসগুলোতে জাপানি ভূখণ্ডের ওপর দিয়ে দুইবার দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার প্রথম এশিয়া সফরের অংশ হিসেবে রবিবার জাপানে পৌঁছান। ১২ দিনের এই সফরে জাপান ছাড়াও  দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এশিয়ায় কোন মার্কিন প্রেসিডেন্টের এটাই দীর্ঘতম সফর। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরকালে দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। রাজধানী থেকে বেশ দূরের এলাকায় এসব হুমকি দেওয়া হয়। তবে নিরাপত্তা বাহিনী তল্লাশী করেও কোথাও কোন ধরণের বিস্ফোরক পায়নি কিংবা কাউকে গ্রেফতারও করতে পারেনি। জাপানে বোমা হামলার হুমকি দেওয়ার বিষয়টি ব্যতিক্রমী ঘটনা। বিবিসি ও এএফপি।

    বাড়তি ছুটি পাবে অধূমপায়ী কর্মীরা

    ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ এই বিষয়টি মোটামুটি সবারই জানা। ক্ষতিকর জানার পরও একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষই এই বদভ্যাস ছাড়তে পারেন না। ধূমপায়ীদের বিরুদ্ধে নানা ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিয়েও বেশিরভাগ সময়  ধূমপান বন্ধ করা যায় না।
    তবে ধূমপান বন্ধ করতে অধূমপায়ীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে জাপানের একটি প্রতিষ্ঠান। মার্কেটিং ভিত্তিক প্রতিষ্ঠান ‘পাইলা’র মুখপাত্র হিরোতকা মাতসুসিমা বলেন, অধূমপায়ীদের জন্য বছরে অতিরিক্ত ছয় দিন ছুটির সুযোগ রাখা হচ্ছে।
    প্রতিষ্ঠানটির মতে, ধূমপায়ীরা ধূমপানের জন্য প্রতিদিন একাধিক বার বিরতি নিয়ে থাকে। কিন্তু অধূমপায়ীরা সাধারণত এটি করেন না। তাই তাদের বিশেষভাবে উত্সাহিত করতে এই ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে।তাদের আশা, এতে করে ধূমপায়ীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব।-এপি

    প্রধানমন্ত্রীকে ছুটি দিন -আইনমন্ত্রীকে গয়েশ্বর

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী এক মাস ধরে দেশে ফিরেছেন কিন্তু তিনি অফিস আদালতে যাচ্ছেন না কেন? তিনি কি অসুস্থ। যদি তিনি (প্রধানমন্ত্রী) অসুস্থ হয়ে থাকেন তাহলে আইনমন্ত্রীকে বলতে চাই প্রধান বিচারপতিকে যদি অসুস্থতার কারণে ছুটি দিয়ে থাকেন তাহলে সেই কারণেই জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীকেও ছুটি দিন।
    শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করে জিয়া নাগরিক ফোরাম ( জিনাফ) নামের একটি সংগঠন।
    নির্বাচন প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২৫ জানুয়ারি ১৯৭৫ সালে নির্বাচনকে প্রথম বাক্সে বন্দি করা হয়েছে পরে ৭ নভেম্বর তা উদ্ধার হয়। আবার ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রকে গুম করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে ক্রসফায়ারে দেয়ার ষড়যন্ত্র করছে।
    তিনি বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসাথে হতে পারেনা। তেঁতুল আর দুধ যেমন এক সঙ্গে রাখা যায়না ঠিক তেমনি আ.লীগ আর গণতন্ত্র এ সঙ্গে রাখলে গণতন্ত্র নষ্ট হয়ে যাবে। তাই গণতন্ত্রকে ফিরে পেতে হলে আওয়ামী লীগকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিতে হবে। দেশে গণতন্ত্রের বিরুদ্ধে কোনো উপদ্রব থাকলে বিএনপি নির্বাচনে যাবেনা। আর আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলা দেশে কোন নির্বাচন হবেনা বলেও হুশিয়ারি দেন তিনি।
    বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বেগম খালেদা জিয়া যে দিক দিয়ে যায় সে দিকে জনগণ আসবেই এটাই স্বাভাবিক কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে আসলেন পুলিশ ছাড়াও প্রায় ৫হাজার লোক সিভিল পোশাকে ছিলো তারপরও লোক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
    আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, কর্মজীবীদলের সাধারণ সম্পাদক আলতাফ প্রমুখ।