• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • এবার খালি মাঠে গোল করতে দেব না: মওদুদ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আমরা এবার ভোট বর্জন করবো না। আমরা নির্বাচন করব, খালি মাঠে গোল করতে দেব না, একদলীয় নির্বাচনও করতে দেব না। সেজন্য আমাদের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। বিএনপি একবার মাঠে নামলে সরকার গণজোয়ার দেখবে।
    শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনায় বিএনপির নেতা এ কথা বলেন। এই সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।
    মওদুদ আহমদ বলেন, ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে জেনেই এ নির্বাচন স্থগিত করেছে সরকার। আমাদের নামে কোনো বেল দিলে পরের দিন গিয়েই তারা চেম্বার জজের কাছে গিয়ে স্থগিত করে নেয়। সরকার যদি ডিএনসিসি নির্বাচন নিয়ে সিরিয়াস হতো তাহলে অ্যাটর্নি জেনারেল নির্বাচন স্থগিতের পরে দিন গিয়ে কেন আপিল করলেন না? সুতরাং এটা বোঝা যায়, সরকার এবং নির্বাচন কমিশন পরিকল্পনা করে রিট করেছেন এবং তারা চেয়েছেন এ নির্বাচন স্থগিত থাকুক।
    ব্যারিস্টার মওদুদ বলেন, আমাদের ওপর কতো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। তারা এক দিকে জাতীয় নির্বাচনের জন্য টিম গঠন করেছে আর আমরা অনেকটা বন্দি অবস্থায় আছি। সভা করতে দেয় না, ঘরোয়া একটা বৈঠক করতে দেয় না। আমার গ্রামে ঘরোয়াভাবে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ দেয় না পুলিশ। সারা দেশেই এ অবস্থা।
    বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় এবং সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জয়নুল আবদিন ফারুক, আবু নাসের রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ।

    ফুকুওকাতে বানরের গরম পানিতে স্নান উপভোগ

    পশ্চিম জাপানের ফুকুওকা জেলায় অবস্থিত একটি চিড়িয়াখানায় বানরের একটি দল, তীব্র শীতল আবহাওয়া থেকে রক্ষা পেতে গরম পানিতে আশ্রয় গ্রহণ করেছে।

    ফুকুওকা শহরের চিড়িয়াখানাটির কর্মীরা, জাপানী বর্ষপঞ্জি অনুযায়ী ঐতিহ্যগতভাবে সর্বাধিক ঠাণ্ডার দিন আজ ৫০টি বানরের জন্য একটি পুল গরম পানি দিয়ে ভরে দেন।

    চিড়িয়াখানা পরিদর্শনকারী ৩১ বছর বয়সী জনৈক মহিলা, অল্প বয়সীদের সাথে নিয়ে বানরদের স্নানের দৃশ্য প্রত্যক্ষ করে হৃদয়ে উষ্ণতা অনুভব করেন বলে জানান।

    চিড়িয়াখানা কর্তৃপক্ষ, আগামী মাসের শেষ নাগাদ পর্যন্ত প্রত্যেক শুক্র ও রবিবার বানরদের জন্য গরম পানিতে স্নানের ব্যবস্থা করবে।