• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • যাও পর্বতে অগ্ন্যুৎপাত তৎপরতা

    উত্তরপূর্ব জাপানের মিয়াগি এবং ইয়ামাগাতা জেলা জুড়ে অবস্থিত যাও পর্বতে অগ্ন্যুৎপাত সংশ্লিষ্ট কম্পন ঘটেছে। আবহাওয়া কর্মকর্তারা স্থানীয় লোকজনকে এই অগ্ন্যুৎপাত সংশ্লিষ্ট পরিবর্তনগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

    জাপানের আবহাওয়া এজেন্সি স্থানীয় অধিবাসীদের এই মর্মে সতর্ক করে দিচ্ছে যে অগ্ন্যুৎপাত সংঘটিত হলে পর্বতের উমানোসে কালদেরা এলাকা থেকে উদগীরিত পাথর ১.২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে গিয়ে পড়তে পারে।

    কর্মকর্তারা বলছেন, গত রবিবার একবার এবং আজ বিকেল ৩টার মধ্যে দুইবার পর্বত এলাকায় অগ্ন্যুৎপাত সংশ্লিষ্ট কম্পন অনুভূত হয়। তাদের মতে, কম্পনগুলো উষ্ণ ভূগর্ভস্থ পানি এবং আগ্নেয় গ্যাসের বিচলনের ইংগিত বহন করে

    সুপার ব্লু ব্লাড মুন দেখা যাবে আজ

    আজ রাতটা হবে অন্যরকম। মানুষ প্রতীক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগের জন্য। এক অপার্থিব অভিজ্ঞতার সাক্ষী হবে গোটা বিশ্ব। রাতের আকাশে একই সঙ্গে আজ দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন। অবলোকন করা যাবে রক্তিম চাঁদ। শেষবার এমনটা ঘটেছিল ১৫২ বছর আগে। জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লু ব্লাড মুন এক্লিপস’।
    উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা যাবে এ অত্যাশ্চর্য দৃশ্য। চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত। তবে বাংলাদেশ থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে হলে আকাশে চাঁদ ওঠা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যারাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
    প্রসঙ্গত, একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ‘নীল চাঁদ’ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো সম্পর্ক নেই। তাছাড়া এসময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় ১৪ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে বলে এ চাঁদকে বলা হচ্ছে ‘সুপার মুন’। চন্দ্রগ্রহণের সময় একই সঙ্গে দেখা যাবে ‘ব্লাড মুন’ও। পৃথিবীর ছায়ায় অবস্থানের কারণে চাঁদ রক্তিম বা রক্তরঙা হয়ে ওঠে।