• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপান চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

    চীনের রাজধানী বেইজিংএ, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোও কোওনো এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

    আজ দুই মন্ত্রী, একসাথে মধ্যাহ্নভোজের পাশাপাশি প্রায় সাড়ে ৩ ঘণ্টা ব্যাপী এক বৈঠকে মিলিত হন।

    বৈঠকের প্রারম্ভে মিঃ ওয়াং, চীন এবং জাপানের একযোগে কঠোর পরিশ্রম করে যেতে হবে যাতে করে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের পথ থেকে কোনভাবেই ফিরে আসা যাবে না বলে উল্লেখ করেন।

    এর জবাবে মিঃ কোওনো, চলতি বছর উভয় দেশের শীর্ষ নেতাদের পরস্পরের দেশ সফরসহ বিভিন্ন বিনিময় এগিয়ে নেয়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে তাঁর ইচ্ছা ব্যক্ত করেন।

    মন্ত্রীরা, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠানের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াংএর জাপান সফরের আয়োজন করতে একমত হন। উল্লেখ্য, চলতি বসন্তে জাপান এই শীর্ষ বৈঠক আয়োজনের ইচ্ছা পোষণ করছে।

    পররাষ্ট্রমন্ত্রীদ্বয়, পূর্ব চীন সাগরে চীনের নৌ তৎপরতা জোরদার এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার উপায় নিয়ে মত বিনিময় করেন বলেও ধারণা করা হচ্ছে।

    আজ বিকেলে মিঃ কোওনো, চীনের রাষ্ট্রীয় উপদেষ্টা ইয়াং জিয়েচি এবং প্রধানমন্ত্রী লি কেচিয়াংএর সঙ্গেও বৈঠকে মিলিত হন।

    দিল্লী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশি হ্যাকাররা

    ভারতের দিল্লী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওয়েবসাইট হ্যাক করে শুক্রবার তাতে নিজেদের পরিচয় লিখে দেয় বাংলাদেশি হ্যাকাররা। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে দিল্লী পুলিশের সাইবার দমন শাখা। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
    বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে বলা হয়েছে, ওয়েবসাইট খুললেই নজরে আসছিল হ্যাকারদের বার্তাটি। অ্যাডমিনদের উদ্দেশে সেখানে লেখা, ‘তোমাদের সিস্টেম এখন আর সুরক্ষিত নয়। দ্রুত মেরামত কর। না হলে আমরা আবার এখানে ঢুকে পড়ব। আমরা বাংলাদেশি।’
    এর পরই বিষয়টি পুলিশে জানানো হয়। যদিও হ্যাকাররা কোনো তথ্য চুরি করতে পারেনি বলেই বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে। এমনকি, ওয়েবসাইটির কোনো ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। পাশাপাশি, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে দাবি করা হয়েছে দিল্লী বিশ্ববিদ্যালয় এবং পুলিশের তরফে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ কে আহুজা ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি মেনে নিয়েছেন। তার কথায়, ‘কীভাবে এমন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব তথ্য সুরক্ষিত রয়েছে।’ টাইমস অব ইন্ডিয়া।